Monday, March 16, 2015

হাশরের ময়দানে ধরা খাওয়ার অপেক্ষায়...

সেদিন আউটডোরে রোগী দেখছি
এক মহিলা আসল , দাঁতে ব্যথা
দেখলাম , গভমেন্ট সাপ্লাই tc bc pc ( tetracycline , vit b complex , paracetamol ) দিয়া ডেন্টাল পেইনের ট্রিটমেন্ট দেওয়া আর ছাগল দিয়ে হাল চাষ সমান
কাজের কাজ কি হবে আল্লাহই জানে , তবে ডাক্তারের বদনাম হবে এইটুক শিওর
তো আমি ওষুধ লিখে দিলাম , বললাম কিনে খেতে হবে
মহিলা জিজ্ঞেস করল , সরকারী সাপ্লাই নাই ?
বললাম আপনার যে সমস্যা তার জন্য সরকারীভাবে ভাল কোন ওষুধ সাপ্লাই নাই , আর যা আছে এটা দিয়ে কোয়ালিটি ট্রিটমেন্ট হবে না
মহিলা বলল , ওষুধ সরকার ঠিকই দেয় , আমরা জানি , আপনারাই দেন না , হাসরের ময়দানে কিন্তু ধরা খাইতে হবে
মানুষের বিশ্বাসে নাকি আঘাত করতে নেই ।
সরকারী ওষুধ নিয়ে মহিলার এই অগাধ বিশ্বাসটুকু ভেঙে দেওয়ার ইচ্ছা হল না ।
আর একা কয়জনেরটাই বা ভাঙব ।
যাই হোক মহিলা চলে গেল
আমি বসে রইলাম
হাসরের ময়দানে ধরা খাওয়ার অপেক্ষায় .
লেখা - ডা: যুবায়ের আহমেদ