Friday, February 7, 2020

না তোমার পরিবারে কেউ আছে যে- তোমাকে বুঝবে, আর না তুমি পারবে কাউকে তোমার সিচুয়েশন বোঝাতে.


·

এমন একটা প্রফেশনে ভুল ক্রমে চলে এসেছি, যেখান থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবার সাথেই সম্পর্কের চূড়ান্ততম তিক্ততায় জড়িয়ে যাচ্ছি দিনকে দিন!
.
যেখানে এখন আর মানুষ হিসেবে আমায় মূল্যায়নের সময় নেই কারো; বরং চলছে এই প্রফেশনকে ঘিরে ভবিষ্যতের বাকি রয়ে যাওয়া বিবিধ সব ডিগ্রীর বাটখারায় "প্রতিষ্ঠিত হবার" নিয়মিত মাপজোখের চলমান বুলডেজার প্রক্রিয়া।
.
যে বন্ধুকে হাসপাতালের আউটডোর থেকে গ্যাসের বড়ি, ব্যাথার বড়ি তুলে দেয়া লাগতো মেডিকেল স্টুডেন্ট পরিচয় দিয়ে; জোগাড় করে দেয়া লাগতো ডাক্তার হয়ে যাওয়া সিনিয়র রুমমেট ভাইয়াদের থেকে কলম আর প্যাড... সেই বন্ধুই এখন সুযোগ বুঝে ইনবক্সে স্মরণ করিয়ে দেয়, "কোম্পানির লোকজনের কাছ থেকে একটি কলম নেয়াও হারাম!"
.
যেই আমি- কখনো আমায় কেউ ভুল বুঝলে তার সেই ভুল ধারণা ভাঙ্গানোর আগে পর্যন্ত স্থির থাকতে পারতাম না... সেই আমিই জেনেশুনে সবাইকে সুযোগ করে দিচ্ছি আমাকে একটু একটু করে ভুল বুঝবার, দূরে ঠেলে দেবার।
.
মোটামুটি চেনাজানা- এমন মানুষ গুলো ভুল বুঝলেও নাহয় ইগ্নোর করা যায়। কিন্তু আপন মানুষ গুলোই যখন একে একে সব বেঁকে থাকবে, ভুল বুঝবে- সেখানে ভুল ভাঙ্গানোর মত অফুরন্ত সময়, স্ট্যামিনা আসল কথা "ইচ্ছাশক্তি" - কিছুই আর অবশিষ্ট থাকেনা।
.
নিজের পরিবারে বা নিজের পরিজনদের ভেতর সেইম প্রফেশনের কেউ না থাকলে, অন্তত এই যুগে এসে এই প্রফেশনে আমার মতো গোবেচারা কারোই আসা উচিৎ না। না তোমার পরিবারে কেউ আছে যে- তোমাকে বুঝবে, আর না তুমি পারবে কাউকে তোমার সিচুয়েশন বোঝাতে...🙂
.
আর দশজনের জীবনকে দীর্ঘায়িত করতে এসে, কখন যে নিজের জীবনকেই তুমি সংক্ষিপ্ত করে ফেলবা- নিজেও বুঝবা ন

Written by
Golam Mahade Hasan