Thursday, May 26, 2016

পরিবেশ এতটা প্রতিকূল করতে নেই যাতে , যে আপনাকে বাচানোর চেষ্টা করবে সেই নিজের পশ্চাৎ দেশ বাচাতে ব্যস্ত থাকে।

বাংলাদেশে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও ট্রেনিং করার একটাই অনুপ্রেরণা ছিলো যে , বাংলাদেশে প্রচুর কেইস এবং নিজ হাতে কাজ করার সুযোগ বেশি।
কিন্তু যেই চিকিৎসা সেবা আইন খসড়া করা হয়েছে, তাতে স্পষ্ট বলা আছে যে চিকিৎসায় যদি ন্যুনতম অবহেলার প্রমান পাওয়া যায় , তবে পাচ বছরের সশ্রম কারাদণ্ড ।

এখানে আমার কিছু প্রস্ন আছে,
এক, অবহেলা হয়েছে কি হয়নি সেই সিদ্ধান্তটি কে দিবে? সাংবাদিক নাকি স্থানীয় রাজনীতিক নেতা?
দুই, ধরে নিলাম কারও বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠলো এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হলো। পরবর্তীকালে আদালতে প্রমানিত হলো যে তিনি নির্দোষ ছিলেন। তাহলে এই অবমাননা থেকে উনি কিভাবে মুক্তি পাবেন?
একজন চিকিৎসক জীবনে মূলত সুনাম উপার্জন করেন। এমনকি তার আর্থিক উপার্জনও নির্ভর করে তার সুনামের উপর।
সেখানে তিনি কি কোনভাবেই তার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন?
এই পরিস্থিতিতে বুদ্ধিমান চিকিৎসকগন কখনোই কোন ঝুকিপূর্ণ রোগীর চিকিৎসা করবেন না। গা বাচিয়ে রেফার করে যাবেন।

রোগী চিকিৎসকের ভুলে মারা যাবে না , এটা সত্যি। কারন তখন মারা যাবেন সবাই এম্বুলেন্স বা গাড়িতে।
তাহলে মোটের উপর লাভটা কোথায়?
ঝুকি নিলে হয় রোগী বাচবেন অথবা মারা যাবেন।
কিন্তু ঝুকি না নিলে সম্ভবত সেই রোগী মারাই যাবেন।
পরিবেশ এতটা প্রতিকূল করতে নেই যাতে , যে আপনাকে বাচানোর চেষ্টা করবে সেই নিজের পশ্চাৎ দেশ বাচাতে ব্যস্ত থাকে।

আর ফিস???
আমি নিশ্চিত এটার উপর যদি সরকার লাগাম লাগায় , তবে যারা সত্যিই কাজে ভালো , তারা সুযোগ পেলেই কাজ শিখে দেশ থেকে কেটে পরবেন।
দিনশেষে একটা প্রস্নই থাকবে,
লাভটা কার হলো???!!

সুত্র

No comments:

Post a Comment