Sunday, November 27, 2016

হ,বেশি কইরা ডা. হ

ঘটনা-১:

বাংলাদেশ ব্যাংক ডাক্তার নিচ্ছে।২০০৯সালের ৯ম স্কেল(১১,৯০০টাকা),কোন ডেপুটেশন নাই।আসন ৩টি।যাতায়াতের পথে পরীক্ষার্থীদের সাথে উৎসুক হয়ে কথা বল্লাম।ইডেন কলেজ ডাক্তার দিয়ে সয়লাব।

ঘটনা-২:

প্রতি বছর বুয়েটে পরীক্ষা দিতে দেখা যায় বড় ডাক্তার হবার জন্য।এবার ইডেন অব্দি সিট ফেলতে হয়েছে।এবং রেসিডেন্সির অনেক সুবিধাও হ্রাস করা হয়েছে।কিন্তু বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে এই পরীক্ষাটাই সর্বোচ্চ প্রতিযোগিতার পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে,১:২০।

ঘটনা-৩:

বাসার পাশে আলহেলাল হাসপাতাল,বেতন দেয় প্রায় ২মাস পরপর,সবাই জানে সে কথা,তবু ১৮০০০টাকার চাকরির সিরিয়াল পাবেননা সেখানেও।প্রতি বছর অংবংচং ও তথাকথিত ভাল মেডিকেল দিয়ে গিজগিজ করছে ডাক্তার।
৩৩০০জনে ১জন হলেও,বিখ্যাতরাই ধরে আছেন ১জনে ২০হাজার জন করে রোগী।
নতুন মেডিকেল প্রতি কোটি টাকা ঘুষের লেনদেন চলছে অনুমোদনের
আর ১০টা বছর এইভাবে যাইতে দেন,
দেখেবেন ৮হাজার টাকার চাকরির জন্য লড়াই করবে ৮হাজার "মাবাবার বেকার সন্তান=এমবিবিএস"
এবং
 ১৫বছরের মধ্যে উপজেলা দখলের জন্য বেপরোয়া হয়ে যাবেন কনসালট্যান্টরা

হ,বেশি কইরা ডা. হ

রোদ্দুর ডা.নূরুল হুদা খান to প্ল্যাটফর্ম

No comments:

Post a Comment