৩৪ তম বিসিএস।
প্রথমেই ধাক্কা খেলাম, পি এস সি সুপারিশ করার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা আটকে দিলো। কারন জানতে পারলাম বাবা বি এন পি করেন আর আমার আচরন সন্তোষজনক নয়।আমার বাবা মুদি দোকানি নির্বাচন তার জন্ন্য উ ৎসব, বেচাকেনা বেশি ।কখনো ভোট দেন নি প্রথম জানলাম NSI এর থেকে উনি দল করেন।বলে রাখা ভালো আমার বাবা চা পান খাওয়ান না।
যাই হোক দীর্ঘ ৭ মাস পর ছাড় পেলাম।জয়েনিং করলাম dg health এ। এতদিন বন্ধুদের থেকে শুনতাম dg khub খারাপ জায়গা। খারাপ লাগলো না। ১০.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত রূলস রেগুলেসন সততা পেশাগত দায়ীত্ব শেখালেন। কিভাবে একজন সৎ অফিসার! হতে হবে শিখতে পারলাম না সারাদিন এ একটা রসগোল্লা brain a glucose দেয় নি। dg গরিব মানুস।
সন্ধ্যায় জানিয়ে দিলো দুর্ঘম কলমাকান্দা,নেত্রকোনা যেতে হবে এবং সবাইকে এও বলে দিলেন অসৎ অফিসার থেকে দুরে থাকবেন। পোস্টিং প্লেস এ আসতে টাংগাইল থেকে ৩ টা মুড়ির টিন লাগে। লাস্ট ওয়ান লাইক রোলার কোস্টার। অফিস এ ডুকে statistician and head assitant কে ভয় পাচ্ছিলাম। কারন বন্ধু দের পরামর্শ চা পান ছাড়া নাকি উনারা কথা বলেন না।
আমি বাবার কাছ থেকে চা না খাওয়ানোর শিক্ষা টা নিয়েছি আর কিছু নিইনি মনে হয়। কিন্তু উনারা আমাকে অবাক করলেন maximum help with out tea!!!. ৫ টায় রউনা দিয়ে ১১.৩০ এ পৌছেছিলাম।১২.৩০ এ সব কাজ শেস শুধু UHFPO এর sign. উনি ব্যস্ত মানুস আসলেন ২ pm. Office না এসে বাসায়। আমিও বাসায় ই গেলাম। ৭ দিন এর প্রস্তুতি ছুটি সহ আমাকে ৭ দিন পর সকাল ৮ টায় আসতে বল্লেন।
অফিস।
টিউব লাইট নস্ট লাল বাত্তি আছে।
table ভরা daignostic pad personal pad!! Slip pad.
৮ টায় গেলাম খব ভালো লাগছিলো ৯-১০ company visit.... অনেক মানুস।
১১ টার আগে টিকেট কাউন্টার খোলেন না।
এ সময় অফিসার গন pvt pad a pt দেখেন।
১১ টা থেকে ১ টা মিক্স রুগি then again pvt practice.
প্রথম দিন বুজলাম। রাতে হস্পিটাল কোয়ার্টার এ থাকলাম। পাতলা কম্বল কলিগ এর। অ্যান্ড meghaloy border a freezing temparature. Next day RMO er পরামর্শ মতে store theke double size kombol nilam..nice one.
11 am RMO এর call Uno er office a meeting. আমি চিনি না .Rmo muhurte byk er bebostha korlo jaoar somoy DIAGNOSTIC আশার সময় ACI. আমি ভূল করে বলে ফেলেছিলাম hospital car or 2byk or ambulance. জানলাম গাড়ী এর ড্রাইভার নেই। ambulance nosto, byk nightguard chalay. Owo.
Next day
সকাল ৮ টা আমি হাজির এ দেখে সবাই হাসাহাসি করছিলো। ami boka manush.
BSMMU te kokhono 8 am giyechi bole mone pore na. First job to tai vablam sincere hoi.
এক কলিগ বললো emergency ektu dekhte ami gelam.
Sacmo ra treatment dicche and no surprise for the sack of humanity they are also doing pvt practice in emergency room.!!!
Outdoor a pt ashto na amar kache karon Pore jenechi personal lobist ache amar colleague der!!!
Each and every pt wants to give money!
its there habit we just help them to slang our society after leaving this hospital complex And we are taking it as same!" tea bill".😃.
Pathology te investigation pathalam emergency theke অখানে ও pvt. Owo.
Ami confused hoye gelam ami ki pvt job a jojn korlam?
Aktu por e pelam মারামারি রুগি। হাত মুঠো ভরা ৫০০ টাকার নোট, really লোভনীয়। চা খেয়ে জ্বিব পুড়ে যাবে ভয়। ফিরিয়ে দিলাম, বল্লাম আমার rank a ami shob cheye beshi sallary pai.amar eta dorkar nai.... eita bolar por sacmo der bollam table clear korte from pvt pad, dignostic pad. Bring back 10 tk ticket plus 3 tk ticket. They are good man.আমাকে দেখালো চকচকে সরকারি টিকেট। then they started my finale “ sir rest nen room a problem hole dakbo.” 5 times.লজ্জা পেলাম তাই চলে এলাম। কাল আবার যাবো সকাল ৮ টায় হাসির পাত্র হতে।
নাম প্রকাশে ভয়। suman sikder nam tai thak batch tato same MMC 06/07
>> কালেক্টেড পোস্ট <<
No comments:
Post a Comment