Saturday, July 22, 2017

এদিনের পরিবর্তন চাই!




-কী সমস্যা?
-‘শইল’ চেতে না।
-শইল চেতে না মানে?শরীরে বল পান না?
‘মানে’ ‘মানে’ বলে ইতঃস্তত করছেন পড়ন্ত বয়েসী এই চাচা।লজ্জা-টজ্জা কিছু একটা পাচ্ছেন।
বয়সের সাথে লজ্জার ভাঁজ গুলো ও চোখে মুখে স্পষ্ট!
-‘এই জ্যান, কতা অইলো গিয়া…
বুঝলাম,আমার চেম্বারের অল্পবয়সী মেয়েটি চাচার জবান আলগা করার ক্ষেত্রে একটা ব্যারিকেড।যেটা চাচা ডিঙ্গাতে পারছেন না কিংবা চাইছেন না।
‘মিনারা, তুমি বাইরে দাঁড়াও, দরকার হলে ডাকবো’!
ওড়নার একটা কোনা মুখে গুঁজে মিচকা একটা হাসির ঢেউ মেখে ও চলে গেল!
রুমে আর কেউ নেই।আমি আর চাচা।ওয়ান টু ওয়ান!
-এবার বলেন, কী সমস্যা?
কথা বলার স্পেস পেয়ে নিজের আগল খুলে দিলেন চাচা।
-ভাইস্তা,শইল্যে কুনু ‘ছেস’(সেক্স) নাই।
-কী করেন আপ্নে চাচা?
-‘লঞ্চের সুকানি।জাহাজের ডেরা-ই-ভারও কইতে পারো!
ভাইস্তা,তুমি কী ‘ছেস’ বিশেষজ্ঞ?
আমার এক ভাইস্তা আছে ‘ডাহা মেডিকেলের’ ডাকতর।এক্কেরে তুমার লাহান’!
-‘চাচা আমি ‘ছেস’ কেনো কোনো কিছুরই বিশেষজ্ঞ না।‘নরমাল’ এম বি বি এস’।
-‘ভাইস্তা তুমার ভিজিট আমি তুমারে দ্যায়াম,কিন্তু তুমি আমারে একটা পভেছারের ঠিকানা দিবার পারো যে এই মামলার একটা মীমাংসা দিবার পারবো’।



আমাদের দেশের শিক্ষিত মূর্খ সবাই বিশেষজ্ঞ-বাতিক।এই বাতিকগ্রস্ততার জন্য দায়ী আমরাই।দুই দিনের মাথা ব্যথা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ দেখাতে হবে।পেশাবে জ্বালা-পোড়া হলে ইউরোলোজিস্ট দেখাতে হবে।পেটে ব্যথা হলে হেপাটোলোজিস্ট,গ্যাস্ট্রো-এন্টারোলোজিস্ট দিয়ে বোর্ড বসাতে হবে।
অথচ পৃথিবীর সব দেশেই আগে রোগী জেনারেল প্র্যাক্টিশনারের কাছে যায়।জেনারেল প্র্যাক্টিশনার চাইলে স্পেশালিস্টের কাছে রেফার করেন।ইমারজেন্সী সিচুয়েশন ব্যতিত রেফারাল ছাড়া স্পেশালিস্ট রোগী দেখেন না।এতে করে সবার উপর রোগীর চাপটা সমান থাকে।অথচ আমাদের দেশে এম বি বি এস ডাক্তার চেম্বারে মাছি মারেন আর বিশেষজ্ঞ ডাক্তার হাপুস-গাপুস করে মাথা-ব্যথা,সর্দি জ্বর,কাশি,পাতলা পায়খানার রোগী দেখে শেষরাতে বাড়ী ফেরেন।



দেশের সকল ‘খেপ-খাটা’ 'চিকিৎসা-শ্রমিকদের' মহান মে দিবসের শুভেচ্ছা।
যে এম বি বি এস ডিগ্রীটা আমাদের সৌভাগ্যের প্রসূ্তি হত সেটা হয়নি।
সেটা হয়নি দেশে শক্তিশালী রেফারাল সিস্টেম না থাকার জন্য।
বিশেষজ্ঞ থাকেন তিনহাজার স্কয়ার-ফিটের প্রাসাদপোম ফ্ল্যাটে।
আর গ্রাজুয়েট ডাক্তার থাকেন আজিজ মার্কেটে।
‘বারো বাই বারো ফুটের’ এক রুমে চারজন গাদা গাদি করে নিদ্রা যাপন করেন।
দীর্ঘশ্বাসের সে ঘুমে থাকে এক আকাশ কস্ট।
এদিনের পরিবর্তন চাই!

>> কালেক্টেড পোস্ট <<

No comments:

Post a Comment