Thursday, November 9, 2017

ডাক্তার এবং সন্তানেরা

স্বামী স্ত্রী ২জনই clinical সাইড এ career করছেন।
 সকাল বেলা অফিস আবার বিকাল বেলা টুকটাক চেম্বার। বাসায় আসতে আসতে রাত ৯-১০টা।
 মোটামুটি ভালো post graduation career.

 কিন্তু আপনার সন্তানের কি অবস্থা?

 বৃদ্ধ দাদা দাদী, নানা নানী অথবা কাজের মানুষের কাছে তার শৈশব কৈশোর কাটছে। এদের কি একটি সুস্থ মনমানষিকতা নিয়ে বেড়ে ওঠা সম্ভব?
 আমরা যারা পড়াশোনা করে একটি পর্যায়ে এসেছি, এর পেছনে বাবা মা বিশেষত মায়ের অবদান সবথেকে বেশি। আদর ভালবাসা তো বটেই, তা ছাড়া আমাদের শৈশব কৈশোরের প্রতিটি ধাপে মা ই নিজ হাতে আমাদের গড়ে তুলেছেন।
বর্তমান যুগে সব ডাক্তার clinical career নিয়ে  serious. একটু ভেবে দেখুন, আপনার সন্তান একটি দিনের ২৪ ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক সময় আপনাকে ছাড়া পার করছে, তার মনের ভেতর কি হচ্ছে? এভাবে একজন সন্তানকে সঠিক ভাবে মানুষ করা কিন্তু খুব কঠিন।
আমার মনে হয় বাবা মা অন্তত একজনকে Basic subject এ career করা উচিত, যাতে বিকেলে বা সন্ধ্যায় বাচ্চাদের সাথে থাকা যায়। আমার কথাটা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হবেনা এমনকি হয়তো প্ল্যাটফর্ম ও এই পোস্ট approve করবেনা।
কিন্তু মনে রাখবেন শুধু বাসায় ২ বেলা ফোন করে খোঁজ নেয়া মানেই দায়িত্ব পালন নয়। খুব কষ্ট লাগে যখন দেখি এই সন্তানরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে বাবা মার বাসায় ফেরার জন্য অপেক্ষা করে।

>> কালেক্টেড পোস্ট <<

No comments:

Post a Comment