Thursday, February 7, 2019

স্বজনদের এসব অপ-তৎপরতার কারনে ক্ষতি হয় রোগীর

বাংলাদেশে সরকারী -বেসরকারী কোন হাসপাতাল এমনকি প্রাইভেট চেম্বারেও ডাক্তারদের কোন স্বাধীনতা নাই
 কিন্ত
এ দেশের রোগী ও রোগীর স্বজনদের স্বাধীনতা অসীম সীমাহীন।
 যখন খুশী যেখানে খুশী সেখানে তারা যাচ্ছে অসুস্থ স্বজনকে নিয়ে।
এক ডাক্তারের চিকিৎসা নিচ্ছে,
কিছুদিন পরে সে ডাক্তার ও ডাক্তারের চিকৎসা আর পছন্দ হচ্ছে না,
 রোগীকে নিয়ে যাচ্ছে আরেক ডাক্তারের কাছে।
 সেখানেও স্থির থাকছে না, কিছুদিন যেতে না যেতেই আবার ডাক্তার বদল করছে।
 রোগীর হাসপাতালে ভর্তি থাকা দরকার, ভর্তি থাকছে, চিকৎসা চলছে কিন্ত রোগীর স্বজনদের তা পছন্দ হচ্ছে না। কখনও DORB দিয়ে কখনো না দিয়েই রোগীকে নিয়ে যাচ্ছে আরেক হাসপাতালে,
 দুই চার দিন পরে সে হাসপাতাল থেকেও রোগীকে নিয়ে আরেক হাসপাতালে।
 স্বজনদের এসব অপ-তৎপরতার কারনে ক্ষতি হয় রোগীর কিন্ত দোষ হয় ডাক্তারদের আর বদনাম হয় হাসপাতালের।

রোগীর স্বজনদের এতো স্বাধীনতা থাকা উচিৎ নয় কারন তা ক্ষতিকর এবং ক্ষতিকর বলেই তা খর্ব করা দরকার। অনেক দেশেই নাকি এই স্বাধীনতা নাই।

মুল পোস্ট এখানে