Monday, January 15, 2018

সুপ্রিয় অভিভাবক, আগে ভিডিওটি দেখুন। তারপর দু'মিনিট ভাবুন।

 

আপনার সন্তানকে চিকিৎসক বানানো কি খুবই জরুরী ?

একবারও কি ভেবেছেন সন্তানকে চিকিৎসক বানাতে গিয়ে মানহীন প্রাইভেট মেডিকেলে ভর্তি করিয়ে সন্তানের জন্য কি সর্বনাশ ডেকে আনছেন ?
 
মানহীন মেডিকেল কলেজগুলো মানহীন চিকিৎসক বানিয়ে শুধু আপনার সন্তানের ভবিষ্যতই নষ্ট করছে না তারা দেশের ভবিষ্যতও নষ্ট করছে।

এইসব মানহীন মেডিকেল কলেজগুলোর মালিক ও পরিচালনা পর্ষদ আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কখনও ভাবে না তারা শুধু তাদের ব্যাবসা নিয়েই চিন্তিত।

তারা আপনাকে বিভিন্ন প্যাঁচে ফেলে আপনার কাছ থেকে ফিবছর শুধু নিয়েই যাবে দেবে না কিছু।
আপনাকে নিঃস্ব করে ছাড়বে।

তাদের এই অপকর্মের প্রতিবাদ করতে গেলে তারা আপনার কলিজার টুকরা সন্তানকে দিনেদুপুরে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিতেও পিছুপা হবে না।

আর একবার ভেবে দেখুন।

যদি সরকারি মেডিকেলে অথবা মানসম্মত কোন প্রাইভেট মেডিকেলে(হাতেগোনা কয়েকটা) আপনার সন্তান চান্স পায় তবেই শুধু এ পথে আগাতে পারেন।
 নতুবা বিকল্প চিন্তা করুন।

দেশে পড়ার মতো ও যোগ্য মানুষ হওয়ার মতো আরো অনেক ভালো ভালো বিষয় আছে।
সেদিকে ঝুকুন।
সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
জাতিও রক্ষা পাবে।

আপনারা আপনাদের সন্তানদের এইসব মানহীন ভূইফোড় মেডিকেলে ভর্তি না করালে ছাত্রের অভাবে ব্যাবসা গুটিয়ে তারা রাস্তায় বাদাম বেঁচবে।

আমরা সবাই মিলে তখন তাদের কাছে বাদাম খেতে যাবো।
সেই বাদাম খাওয়ার দাওয়াত দিয়ে শেষ করছি।

বিনীত নিবেদক-
একজন চিকিৎসক।
 >> কালেক্টেড পোস্ট <<<

Wednesday, January 3, 2018

চলেন বিদেশ যাই!

বলছিনা..
আমরা বেশি ভাল...এও বলছিনা ওরা খারাপ..শুধু মনে করিয়ে দিতে চাই..চিকিৎসা দিতে গেলে কিছু জটিলতা হতেই পারে...সেটা এপারে হোক বা ওপারে হোক!

আজ চেম্বারে আসা প্রথম ৩ জনের মধ্যে ২ জনই ইন্ডিয়া ফেরত!

প্রথমজন-

উনি রক্তনালীর টিউমার নিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন...তারা ইঞ্জেকশন দিয়েছিলেন...ইঞ্জেকশন দেয়ার ২৪ ঘন্টার মধ্যে আংগুল গুলো এভাবে পঁচে যায়!!
(ফেসবুকে আপলোডযোগ্য করার জন্য ছবির অরিজিনাল কোয়ালিটি একটু চেঞ্জ করা হল...তবুও কারো অস্বস্তি লাগলে দু:খ প্রকাশ করছি)

আরেকজন--

২০১০ সালে ইন্ডিয়াতে ভ্যারিকোস ভেইনের লেজার করান...আবারো ভ্যারিকোস ভেইন হয়েছে...ডুপ্লেক্স করে লেজারের নাম মাত্র খুঁজে পেলাম না!

ফলাফল -

আবারো অপারেশন করতে হচ্ছে তাকে!
যাওয়ার আগে..দুই রোগীর প্রায় একই প্রশ্ন, 'স্যার, আমার কি ওখানে ভুল চিকিৎসা হয়েছে?'
না..উত্তরে ওদের বদনাম করিনি! ও আমার স্বভাবে নেই! ইথিকসেও নেই!
বললাম, 'না তো...এমন সমস্যা হতেই পারে! আমদেরও হয়!'
রোগীর মুখে তখন অসহায়ত্ব,
'হ স্যার, আমার ভাগ্যটাই খারাপ'
---------- ----------
প্রিয় সাংবাদিক ভাই,
এ সপ্তাহেই প্রথম রোগীর আঙুলসহ পায়ের কিছু অংশ কেটে...তাকে সুস্থ করার চেষ্টা করব আমরা!
হবে নাকি একটা রিপোর্ট?
ধুর...বাদ দেন...
চলেন বিদেশ যাই!
L