Wednesday, January 3, 2018

চলেন বিদেশ যাই!

বলছিনা..
আমরা বেশি ভাল...এও বলছিনা ওরা খারাপ..শুধু মনে করিয়ে দিতে চাই..চিকিৎসা দিতে গেলে কিছু জটিলতা হতেই পারে...সেটা এপারে হোক বা ওপারে হোক!

আজ চেম্বারে আসা প্রথম ৩ জনের মধ্যে ২ জনই ইন্ডিয়া ফেরত!

প্রথমজন-

উনি রক্তনালীর টিউমার নিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন...তারা ইঞ্জেকশন দিয়েছিলেন...ইঞ্জেকশন দেয়ার ২৪ ঘন্টার মধ্যে আংগুল গুলো এভাবে পঁচে যায়!!
(ফেসবুকে আপলোডযোগ্য করার জন্য ছবির অরিজিনাল কোয়ালিটি একটু চেঞ্জ করা হল...তবুও কারো অস্বস্তি লাগলে দু:খ প্রকাশ করছি)

আরেকজন--

২০১০ সালে ইন্ডিয়াতে ভ্যারিকোস ভেইনের লেজার করান...আবারো ভ্যারিকোস ভেইন হয়েছে...ডুপ্লেক্স করে লেজারের নাম মাত্র খুঁজে পেলাম না!

ফলাফল -

আবারো অপারেশন করতে হচ্ছে তাকে!
যাওয়ার আগে..দুই রোগীর প্রায় একই প্রশ্ন, 'স্যার, আমার কি ওখানে ভুল চিকিৎসা হয়েছে?'
না..উত্তরে ওদের বদনাম করিনি! ও আমার স্বভাবে নেই! ইথিকসেও নেই!
বললাম, 'না তো...এমন সমস্যা হতেই পারে! আমদেরও হয়!'
রোগীর মুখে তখন অসহায়ত্ব,
'হ স্যার, আমার ভাগ্যটাই খারাপ'
---------- ----------
প্রিয় সাংবাদিক ভাই,
এ সপ্তাহেই প্রথম রোগীর আঙুলসহ পায়ের কিছু অংশ কেটে...তাকে সুস্থ করার চেষ্টা করব আমরা!
হবে নাকি একটা রিপোর্ট?
ধুর...বাদ দেন...
চলেন বিদেশ যাই!
L

No comments:

Post a Comment