Friday, August 12, 2016

চোখ থাকতেও অন্ধ আমরা!

বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ মোস্তাফিজকে দেখতে যা নিয়েছেন-
ড. কোচারের কনসাল্টেশন ফি ১০০০ পাউন্ড ( বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ দশ হাজার টাকা)
ড. ফাংকের কনসাল্টেশন ফি ১০৫০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ ৬ হাজার ৫০ টাকা) এবং
ড. ওয়েলস এর কনসাল্টেশন ফি আর অপারেশন করতে খরচ হবে ৯ হাজার ২৪ পাউন্ড- (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৩৩ হাজার ২৪০ টাকা)
আর আমাদের দেশে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট ফি ৫০০/ ১০০০ বা সর্বোচ্চ ১৫০০ টাকা
এরপরেও আমরা দেশী চিকিৎসককে বলিবো "কসাই"

 এবার শুনুন-
- বাংলাদেশে iPhone এর দাম ৮৯,৯৯৯/-, লন্ডনেও সমমূল্যের পাউন্ডের!
- বাংলাদেশে GALAXY phone গুলোর যে দাম, লন্ডনেও সমমূল্যের পাউন্ডের!
- বাংলাদেশে চিকিৎসা দেওয়ার জন্য যন্ত্রপাতির যে দাম, লন্ডনেও সমমূল্যের পাউন্ডের!
আপনার iPhone, Galaxy S6,7,8... edge, plus কিনতে কোন সমস্যা হয় না। বছর বছর সেট পরিবর্তনেও কোন সমস্যা নেই।
সমস্যা শুধু চিকিৎসক দেখাতে যেয়ে, তাকে তার প্রাপ্য সম্মানী দিতে। নিজের জীবন আর সুস্থ্যতার থেকে মোবাইল ফোন আর টিভির দাম বেশী হলে আমার বেশী কিছু বলার নেই!

এখানে মাথাপিছু আয়ের যুক্তি ধোপে টিকে না। মুক্ত বাজার অর্থনীতিতে সব কিছুর দাম যখন বেশী তখন এই পৃথিবীতে মানুষের দাম সব থেকে কম আর মানুষের মধ্যে বাংলাদেশে সব থেকে কম "চিকিৎসকদের"!
আর গরীব রোগীদের কথা বলছেন?
সরকারি হাসপাতালগুলোতে যেয়ে দেখুন, কীভাবে দিনে লাখ লাখ গরীব রোগীদের "বিনা পয়সায়" বা নাম মাত্র ২০ টাকা ফী নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রতিদিন!
চোখ থাকতেও অন্ধ আমরা!

>>কালেক্টেড পোস্ট<<

No comments:

Post a Comment