Sunday, June 11, 2017

"৩০ দিনে ডাক্তারি শিক্ষা"

এক আন্টি ফোন দিয়ে বলে .......

- বাবা, গতকাল থেকে জ্বর। কি ওষুধ খাবো?
- #প্যারাসিটামল খান আন্টি।
- প্যারাসিটামল খাচ্ছিতো। অন্য আর কি খাবো? জ্বর যাতে তাড়াতাড়ি চলে যায়?
- জ্বর বেশি হলে সাপোজ্যিটরী ব্যবহার করতে পারেন।
- #সাপোজ্যিটরিও ব্যবহার করছিতো। জ্বর পড়ে আবার আসে। আর অন্য কি মেডিসিন আছে তাই বলো?
- আপাতত আর অন্য কোনো মেডিসিন নাই।
- তাহলে তোমাকে ফোন দিয়ে কি লাভ হলো? এই ট্রিটমেন্টতো আমিও জানি।
..
..
- দুই দিন পর আন্টি আবার ফোন দিয়ে বলে ...... কি ডাক্তারী পড়ছো? কিছুইতো জানো না তুমি।
- কেনো আন্টি? কি হয়েছে?
- গতকাল ওষুধের দোকানদার আমাকে #Zimax খেতে বললো। একটা Zimax খাওয়ার পরই জ্বর ভালো হয়ে গেছে। তোমার থেকেতো ওষুধের দোকানদার ভালো ট্রিটমেন্ট জানে। কি ডাক্তারি শিখেছো?
..
..
- আসলেইতো আমরা কি ডাক্তারি শিখেছি?

- একদিনের জ্বরের রুগীকে এন্টিবায়োটিক দেই না ....... দুই দিনের জ্বরের রুগীকে ইঞ্জেকশন দেই না ...... রুগীর #দুর্বল দুর্বল লাগলে স্যালাইন দেই না।

- এগুলো না দিলে কিসের ডাক্তার।
..
..
- এদেশের রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য ৫ বছর কষ্ট করে এমবিবিএস ডিগ্রী নেয়ার দরকার নেই। এরচেয়ে #নীলক্ষেত থেকে ....... "৩০ দিনে ডাক্তারি শিক্ষা" এমন একটা বই কিনে দু' তিন বার রিডিং পড়াই যথেষ্ঠ।।

>> কালেক্টেড পোস্ট << 

No comments:

Post a Comment