Thursday, November 9, 2017

ডাক্তার মা-দের আরো বড় লাল সালাম যারা সন্তানের দিকে চেয়ে পুরো কেরিয়ারকে জলান্জলি দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন।

একজন মেয়ের,বিশেষত একজন ডাক্তার মায়ের কেরিয়ার দাঁড় করানো যে কতটুকু “বেসম্ভব” কাজ,
নিজে বিয়ে না করলে আর নিজের বউ ডাক্তার না হলে আর নিজের একটা বাচ্চা জন্ম ও বড় হওয়া না হতে দেখলে হয়ত কখনই বুঝতামনা।

সেসব নারী বিশেষজ্ঞ চিকিৎসকদের সেলুট,যারা মা হবার পরেও অনেক কিছু বিসর্জন দিয়ে এই অসাধ্য সাধন করেছেন(যদিও বাচ্চাদের অবশ্যই অনেকটাই অপূরনীয় বন্চিত হতে হয়)।
তাইত,
সেসব ডাক্তার মা-দের আরো বড় লাল সালাম যারা সন্তানের দিকে চেয়ে পুরো কেরিয়ারকে জলান্জলি দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন।

খালিখালি মায়ের পায়ের নিচে আল্লাহ্ বেহেস্ত দেননাই!

বি:দ্র:
ইহা মেয়েদের তেলানোর মাধ্যমে হিরো হইবার জন্য কোন পোস্ট নহে,ইহা মায়েদের মূল্যায়নসূচক পোস্ট,নারীর অপরাপর ভূমিকা নিয়ে নয়।

আমি ঠিক করসি,আমার পোলা আমার সাথে যেমনতেমন,যদি তার মায়ের সাথে কোন বেয়াদবি করে,থাবড়ায়া সব দাঁত ফালায়া ডেন্টিস্টের কাসে নিয়া যামু

>> কালেক্টেড পোস্ট <<

No comments:

Post a Comment