Saturday, April 4, 2015

ডাক্তারের ভিজিট ফ্রি ‘অইবো’ না ক্যা ?



হুজুরের পানি-পড়া ফিরি ‘অইলে’ ডাক্তারের ভিজিট ফ্রি ‘অইবো’ না ক্যা ?

ভাঁটোদাঁড়ার ইসমাইল কবরেজকে বিশ ট্যাকা দিয়া কাম অইলে ‘ডাক্তার’কে এতো ট্যাকা দেয়া লাগবো ক্যা ?

শিবুর ফার্মেসীত্তে বিনা ভিজিটে কয়েক ফাইল ‘অসুদ’ কিনা গেলে ডাক্তারের ভিজিট এতো টাকা অইবো ক্যা?

ক্যা ? ক্যা ? ডাক্তারের ভিজিট এত্ত ক্যা ?

ঘূর্নন-গতিতে আক্রান্ত তিন-পাখার ফ্যানটার দিকে চেয়ে চেয়ে এই ‘ক্যা-ক্যা’র উত্তর খুঁজছিলাম বাংলা সিনেমার বিজ্ঞাপন কন্ঠ গাজী মাজহারুলের মতো।সহজ কথার সহজ উত্তর সহজেই পেলাম না।

সত্যিই তো ?

এই দেশে যার পকেটে যত টাকা আছে তার মালিক তো বুর্জোয়া লুটেরারা।

রাজনীতিবিদ,আমলা,ব্যবসায়ীরা দেশের হাজার হাজার কোটি টাকা খেয়ে হজম করে ফেললেও আমরা রোগী দেখে ভিজিট নেব কেন?নিলেও এত কেন ?

মহান আল্লাহ আমাদের ‘চারার’ একটা পেট দিছে সেটাতে কি আবার খাওয়া ভরতে হয় নাকি?‘চারা’ খাইলেই তো হয় !
সাম্প্রতিক সময়ে সমাজের সবচাইতে ‘সেক্সি’ ‘ইভ’ হচ্ছে ‘ডাক্তার’ সম্প্রদায়।যে যার মতো এই ইভকে নিয়ে ‘ইভ-টিজিং’এ মত্ত।


ডাক্তারের ভিজিট নিয়ে যাদের পিত্তিটা জ্বলে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার মুঠোফোনের একটা কলও কি ব্যয় করেন নি কোন পরিচিত ডাক্তারের ফোনে কল করে।

অবশ্যই করেছেন।

যার টাকা কেটে রেখেছে ফোন কোম্পানী, আপনার বন্ধু-ডাক্তারটিও না, আপনার আত্নীয় ডাক্তারটিও না।আপনি কিন্তু আপনার চিকিৎসা সংক্রান্ত পরামর্শটি পেয়ে গেছেন।

একটা থ্যাংকস ছাড়া কি কিছু দিয়েছেন আপনার অল্প-স্বল্প কিংবা অতি পরিচিত ডাক্তার সাহেব কে ?
 
তারপর ও আপনার পিত্তি এতো জ্বলে কেনো?

দোকানীর কাছ থেকে পানি তো দূ্রের কথা একটা ম্যাচের কাঠি ও তো ফ্রি কিনতে পারেন না !

 লেখাটি এখান থেকে নেয়া। 

No comments:

Post a Comment