Sunday, April 5, 2015

বাংলাদেশে ডাক্তার হওয়া অনেক সহজ

আমার এক বড় ভাই (মেডিসিনের ডাক্তার ) আমার কাছে এক রোগী নিয়ে আসছে। রোগী নিজেকে সমাজ সেবক পরিচয় দিয়ে হাসপাতালে ডাক্তারদের সেবার মান নিয়ে ধোঁয়া তুলতেছেন......

বড় ভাই বলল- এইসব সমাজ সেবা/ মনব সেবার কথা আমার কাছে বলবেন না। এইসব বলার আগে আপনি বলেন- আপনি মানুষের কি সেবা করেন? আপনি সমাজ সেবক- তাহলে মানুষ ফুটপাথে ঘুমায় কেন? অন্তত একটা মানুষকে আপনার বাসায় নিয়ে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করেন।

রোগী- এইটা কোন কথা হইল না।

বড় ভাই- তাহলে আমাকে বলেন, আপনি সমাজের কি কি সেবা করেন?

আমি রোগীকে বললাম- নির্বাচনের সময় পোস্টার / ব্যানারে দেশ ছেয়ে যায়, " অমুক কে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন।" কি সেবা করেন জনগণের? নিজের ব্যাংক একাউনট ভারী করা ছাড়া জনগণের আর কি কি সেবা করছেন?

রোগী চুপ করে রইল।


বড় ভাই বলল- ডাক্তারদের সেবার মান নিয়ে প্রশ্ন তোলার আগে দুই দিন আমার সাথে থাকবেন, আমার সাথে রাত জেগে মানুষের সেবা দিবেন- তারপর কথা বলবেন।


রোগী চুপচাপ বসে রইল, আর একটা কথাও বলল না...।


শুধু হাসপাতালে আসলেই এই আবাল গুলার মানব সেবা/ সমাজ সেবার কথা মনে পড়ে...!!??

 এখন বাংলাদেশে ডাক্তার হওয়া অনেক সহজ।
 ডাক্তারদের সেবা নিয়ে যদি তোদের এতই আপত্তি- তাহলে নিজের ছেলে মেয়ে কে মেডিকেল এ পড়া (সরকারিতে চাঞ্চ না পেলে বেসরকারিতে পড়া) ।
 ডাক্তার বানিয়ে সেই গুলারে দিয়ে দিন রাত মানুষের সেবা করা। 
কেউ তোকে না করে নাই।
-------
ডা আসাদ জামান

No comments:

Post a Comment