Friday, August 11, 2017

পজেটিভ হোক আর নেগেটিভ গ্রুপেই হোক! রক্ত খুঁজে পাওয়া অতটা সহজ না!

আমরা জানি এক ব্যাগ পজেটিভ গ্রুপের রক্ত যোগাড় করাও কতটা সহজ! যারা জানেন না তাঁদের জন্য মাত্র ২০ মিনিটের বাস্তব চিত্র তুলে ধরলাম-

রক্তদাতা-১: ভাই কাল আপনার রোগীর জন্য রক্ত যোগাড় করে দিয়েছিলাম। আজ আপনি অন্য এক অসহায় গরীব রোগীকে সাহায্য করতে পারবেন?
উত্তরঃ ভাই আমি বাসায় আসছি কাল রক্ত নেয়ার পর। আজ আর যেতে পারব না। (নিজের নেয়া হলে এরা 'রক্তের প্রয়োজন কেমন' তা ভুলে যায় :/ )

রক্তদাতা-২: হ্যালো। আমি...
উত্তরঃ শুনেই ফোন কেটে গেল। (বুঝতে পারছে আমার উদ্দেশ্য রক্ত নেয়া :3 )

রক্তদাতা-৩: হ্যালো, ভাই এর আগে বলেছিলেন আপনার পরীক্ষা। আজ আবার এখন...
উত্তরঃ দুঃখিত আমি আসলে নিজেই অসুস্থ এখন। (এনাদের একটার পর একটা অজুহাত থাকেই >:( )

রক্তদাতা-৪: ... আপনিকি সাহায্য করতে পারবেন?
উত্তরঃ আমি বেশ কিছুদিন থেকে অসুস্থ তাই গ্রামের বাসায় আসছি। (অসুস্থতার উপর কিছু বলার নেই :( )

রক্তদাতা-৫: রিং রিং...
উত্তরঃ ফোনে পাওয়া গেল না। (যেহেতু ধরেন নি সেহেতু ওনাকে কিছু বলার নেই, ব্যস্ত :) )

রক্তদাতা-৬: ভাই, খুব জরুরী রক্ত দরকার...
উত্তরঃ আমি ১ মাস আগেই রক্ত দিয়েছি। (এর আগে ফোন দিয়েছিলাম। তখনও উনি কিছুদিন আগে রক্ত দিয়েছিলেন :/ )

রক্তদাতা-৭: বিস্তারিত বলার পর...
উত্তরঃ আমি রংপুরের বাহিরে আছি। আজ আসতে পারব না। (স্বাভাবিক, না থাকলে কি করবে?)

রক্তদাতা-৮: খুব পরিচিত এক ছোট ভাই।
উত্তরঃ ভাইয়া আমি বাসায় আসছি। (এটা ঠিক আছে সে সত্যি রংপুরে নেই :) )

রক্তদাতা-৯: রিং রিং...
উত্তরঃ ফোনে পাওয়া গেল না। (খুব স্বাভাবিক...)

রক্তদাতা-১০: ... আকজন ২ ব্যাগ পাওয়া যায়নি। আপনি দিতে পারবেন?
উত্তরঃ আমার দেয়ার সময় হয়নি এখনো। (আগের ডেট অনুযায়ী সবে ১ মাস হল, আর তখন দেয়নি নিজের রোগীকে দিবে বলে)

রক্তদাতা-১১: ইনি এর আগে এক রোগীকে কথা দিয়ে রক্ত দেননি।
উত্তরঃ আমি এখন আর রংপুরে থাকি না, ঢাকায় থাকি। (কিছু বলার নেই, না থাকলে আর কি? )

রক্তদাতা-১২: ফোন...
উত্তরঃ নাম্বার বন্ধ। (এখানেও ওনার বা আমার কি করার :/ )

রক্তদাতা-১৩: ভাইয়া, আমি ... আপনি কি একজন মাকে রক্ত দিয়ে সাহায্য করতে পারবেন?
উত্তরঃ আমার পরীক্ষা শেষ তাই সিলেটের হবিগঞ্জে। পারছি না যে ভাই। (সিলেটে রক্তের প্রয়োজনে খুব দ্রুত কথা হবে আবার >:( )

রক্তদাতা-১৪: রোগীর অবস্থা বলার পর...
উত্তরঃ আমি এখন খুলনায় থাকি। (আপনার
সাথেও খুলনায় রক্তের দরকারে কথা হবে, তখন বুঝা যাবে)

রক্তদাতা-১৫: ... খুব দরকার।
উত্তরঃ আমি নাগেশ্বরী, বাড়িতে আছি। (এর আগের দিন পড়ে ফোন দিতে বলেছিল, পড়ে আর ধরেন নি।)

রক্তদাতা-১৬: সে নিজে নাম্বার দিয়েও কিছুতেই মনে করতে পাচ্ছেন না। অতঃপর
উত্তরঃ আমার শরীর ভালো না। দিতে পারব না। (কবে নাম্বার দিয়েছে সেটা মনে করাতেই আমার টাকা শেষ ফোনের :/ )

রক্তদাতা-১৭: Faruk Hossain ভাই নিয়মিত ডোনার। আগেও কয়েকবার রক্ত দিয়েছে।
উত্তরঃ আমি একটু কাজে আছি। কাজ সেরে দেয়ার চেষ্টা করছি। ... কিছুক্ষণের মধ্যেই জানাল, রক্ত দিবেন। আলহামদুলিল্লাহ্‌, উনি অনেক দূর থেকে আসছেন রক্ত দিতে। :D

------------------
উপরে শুধু আমার সাথে লিস্টের রক্তদাতার সরাসরি ফোনালাপ তুলে ধরা হল সংক্ষেপে। এর বাহিরেও অনেক পেইজে/পোস্টে অনেককে ট্যাগ বা ম্যানশন করা হয়েছে এই রক্তের জন্যই যার ফলাফল "অপেক্ষারত বা নেগেটিভ"।
এছাড়াও আমার মত অন্য অনেক ভাই বোনরা এই একই রক্ত খুঁজছেন। ফারুক ভাই রক্ত দেবার পরও রংপুরের এই রোগীর জন্য আরও এক ব্যাগ AB+ রক্তের প্রয়োজন আছে। ... যা এখনো পাওয়া যায়নি। হয়তো যাবে, এভাবে খুব সহজেই পাওয়া যাবে। :/ :)
যারা শুধু নিজের ইচ্ছেয় রক্ত দেন না, রক্তের পোস্ট দেখেও দেখেন না তাঁদের মনের কথা আমরা জানি না। নিজেরাই ভালো জানেন, জানেন বিধাতাও। রক্তদানের যোগ্য হলে স্বেচ্ছায় রক্তদান করুন। ১ ব্যাগ রক্ত দিলে মরে বরে যাবেন না বরং একজন বাবা কিংবা মা উপকৃত হবে।
আর বুঝিয়ে লাভ নেই...
... ভালো থাকুন। :)
(এটি অনেক আগের পোস্ট। তবে এমনি হচ্ছে রেগুলার। পজেটিভ হোক আর নেগেটিভ গ্রুপেই হোক! রক্ত খুঁজে পাওয়া অতটা সহজ না!)

>> কালেক্টেড পোস্ট <<

No comments:

Post a Comment