Tuesday, December 13, 2016

'অনারারী ট্রেনিং' নামক অমানবিক 'দাস-প্রথা'

এই সভ্য সমাজে এখনো ডাক্তার নামক সমাজের প্রথম শ্রেনীর নাগরিকদের জন্য 'অনারারী ট্রেনিং' নামক অমানবিক 'দাস-প্রথা' চালু আছে এটা ভাবলেই বিস্ময়ে আমার হাত-পা গুলিয়ে আসে|

একজন মানুষ তার সারাটা দিন হাসপাতালে ব্যয় করবেন,সারা মাস অমানবিক পরিশ্রম করবেন,রোগীর লোকজন এবং সিনিয়রদের সকল অপমান-মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করবেন কিন্তু মাস শেষে এক টাকাও পারিশ্রমিক পাবেন না,এটাই এই দাস-প্রথাটির মূল নীতি|

অনেকে বলতে চাইবেন, তাঁকে তো 'সাকসেস্ফুল ট্রেনিং ' শেষ করার পর সার্টিফিকেট দেয়া হবে যেটি দিয়ে তিনি পোস্ট-গ্রাজুয়েশনের শর্ত পূরন করবেন অথবা প্রাইভেট প্র্যাক্টিস করে মাসে 'কোটি -কোটি' টাকা কামাই করবেন|
এই সার্টিফিকেট দিয়ে তিনি কি করবেন সেটা উনার কষ্টের বাই-প্রোডাক্ট,আপনি তো তাঁকে তাঁর ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করলেন,কাজটা কি অমানবিক নয়?

ধরুন,আপনি রিক্সায় করে সারা ঢাকা শহর ঘুরে দিন শেষে নেমে গিয়ে ভাড়া না দিয়ে সোজা হাঁটা ধরলেন! পেছন থেকে ডাক দিয়ে বেচারা ভাড়া চাইতেই আপনি বললেন,
...চাচা আপনার তো ডায়াবেটিস আছে,তাই না?
....আছে|
....প্রেশারও আছে,তাই না?
....হুম
...আপনার চিকিৎসা কি জানেন?
...না বাবা|
....প্রচুর কায়িক প্ররিশ্রম করা| আমি আপনাকে এতক্ষন তা-ই করালাম|আপনার রোগের চিকিৎসা করে দিলাম| তা ভাড়া চান কেন?

এটা করা কি ঠিক হবে?এরকম করতে গেলে নিশ্চয়ই বেচারা ডায়াবেটিস,হাইপারটেনশনে মরার আগে না খেয়ে অপুষ্টিজনিত কারনেই পরিবার-পরিজন সহ মারা যাবে|

অনারারী ডাক্তারদের অবস্থা কিন্তু অনেকটা সেরকমই| কবে পোস্ট-গ্রাজুয়েশন শেষ করবেন আর কবে প্রাইভেট প্র্যাক্টিস করে তথাকথিত 'কোটি -কোটি' টাকা কামাবেন,তার আগে তো এটলিস্ট উনাকে সপরিবারে বেঁচে-বর্তে থাকতে হবে,নাকি?

>> কালেক্টেড পোস্ট <<

No comments:

Post a Comment